৭ জুন ৬ দফার মনু মিয়া দিবস

শেয়ার করুন          ঐতিহাসিক ৭ জুন শহিদ মনুমিয়া দিবস।বাঙালির মুক্তির সনদ ৬ দফা তথা স্বাধিকার আন্দোলনের প্রথম শহিদ মনুমিয়া বিয়ানীবাজারের বীর সন্তান। ১৯৬৬ সালের ৭ জুন তিনি ঢাকার তেজগাঁও এ হরতাল চলাকালে পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন। শহিদ মনুমিয়া স্মৃতি পরিষদ সীমিত পরিসরে দিবসটি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর সাড়ে ১২টায় মনুমিয়া স্মৃতি পরিষদের পক্ষ থেকে স্মৃতিসৌধে সিলেটে (নয়াগ্রাম, বিয়ানীবাজার পৌরসভা ) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং বাদ যোহর স্থানীয় মসজিদে দোয়া মাহফিল । স্বাস্থ্যবিধি মেনে এ দিনের কর্মসূচিতে অংশ নেয়ার জন্য স্মৃতি পরিষদের আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো … Continue reading ৭ জুন ৬ দফার মনু মিয়া দিবস